পুরুলিয়ার ছৌ - মাস্ক করোনা আবহে নজর কেড়েছে , মিলছে বরাত : সঙ্কটকালে ক্ষনিক স্বস্তি

10th August 2020 10:34 am অনান‍্য
পুরুলিয়ার ছৌ - মাস্ক করোনা আবহে নজর কেড়েছে , মিলছে বরাত : সঙ্কটকালে ক্ষনিক স্বস্তি


নিজস্ব সংবাদদাতা ( পুরুলিয়া ) : করোনা সংক্রমণের জেরে বহু মানুষের পেশা বিপন্ন । কাজ হারিয়ে হতাশা গ্ৰাস করেছে । তবু এর ই মধ‍্যে বেঁচে থাকার নতুন পথের সন্ধান করছে সকলেই । যেমন পুরুলিয়ার ছৌ - শিল্পী রা । যে শিল্প ভাবনার প্রকাশ ঘিরে কদর ছিল দেশ , বিদেশের মাটিতে । সরকারী নানা প্রচারে ডাক পড়তো ছৌ- শিল্পীদের এখন তা প্রায় সব ই বন্ধ করোনা কালে । কবে স্বাভাবিক হবে পরিস্থিতি তা সকলের অজানা । এই পরিস্থিতির মধ‍্যে কিছুটা আশার আলো দেখাচ্ছে ছৌ - মাস্ক ! পুরুলিয়া ছাড়াও পাশ্বর্বতী জেলা ও ভিন রাজ‍্য থেকেও মিলছে বরাত বলছেন স্থানীয় ছৌ - মাস্ক এর কারিগররা । বর্তমান সময়ে মাস্ক ব‍্যবহার বাধ‍্যতামূলক । মুখবন্ধনীতে আকর্ষণ এনে বাজার মাত করেছে ছৌ - মাস্ক । পুরুষ এবং মহিলাদের জন‍্য আলাদা আলাদা ছৌ - মাস্ক । কয়েক টি কাগজ ও কাপড়ের উপর হালকা মাটির প্রলেপ দিয়ে তার ভিতরের অংশে লাগানো হচ্ছে কাপড় । বাইরে থেকে দেখে যা বোঝার উপায় নেই । মুখোশ এর মত নাকের একাংশ থেকে মুখ ঢেকে যাচ্ছে নতুন মাস্কে । দুর্গা , লক্ষী , কার্তিক , শিব , কৃষ্ণ , অসুর , সিংহ এর মুখের আদলে তৈরী হচ্ছে ছৌ - মাস্ক । বাজার চলতি মাস্ক এর থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের । ছৌ শিল্পের ছোঁয়া রয়েছে এই মুখবন্ধনী ঘিরে । ছৌ - শিল্পীরা এখন গৃহবন্দী , কিন্তু তাদের ভাবনা এই সঙ্কটকালেও ছড়িয়ে পড়ছে নিজ জেলার গন্ডি ছাড়িয়ে অন‍্যত্র । সরকারী বরাত পেলে আরো প্রসারিত করা যেতে পারে এই ছৌ- মাস্ককে বলে মনে করছেন কারিগররা । বাঘমুন্ডির পাহাড় ধারের গ্ৰাম থেকে ছড়িয়ে পড়ছে ছৌ - মাস্ক গোটা জেলায় ।  কাগজ ও কাপড় দিয়ে তৈরী মাস্কের বাজার মূল‍্য ১২০ টাকা । কারিগর ফাল্গুনী সুত্রধর জানিয়েছেন , এখন পর্যটক আসা বন্ধ । ছৌ নাচ ও বন্ধ । এই পরিস্থিতি র মধ‍্যে বেঁচে থাকতেই নতুন ভাবনা ছৌ - মাস্ক । শিল্প ও শিল্পীকে বাঁচিয়ে রাখতে এই ভাবনা সঙ্কটকালে কিছুটা স্বস্তি দিচ্ছে ছৌ শিল্পীদের । 





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।